Site icon Jamuna Television

পর্তুগালে পর্যটকবাহী বাস খাদে, নিহত ২৮

পর্তুগালে একটি জার্মান পর্যটকবাহী বাস খাদে পড়ে অন্তত ২৮ জন নিহত হয়েছে। যার মধ্যে ১৭ জনই নারী। স্থানীয় সময় বুধবার মাদেইরা দ্বীপের ক্যানিকো শহরে এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ২৮ জন।

দেশটির জাতীয় সংবাদ সংস্থা লুসার বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণে এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই জার্মান নাগরিক। শহরের মেয়র জানান, ৫৫ জন যাত্রী নিয়ে মাদেইরা দ্বীপের উদ্দেশে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয় বাসটি। এ দুঘটনায় দেশটির প্রধানমন্ত্রী অ্যান্তনিও কস্তা শোক জানিয়ে বার্তা পাঠিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলকে।

Exit mobile version