Site icon Jamuna Television

দুর্যোগ মোকাবেলা ও ক্ষয়ক্ষতি রোধে বাংলাদেশের সক্ষমতা অনেক বেড়েছে: প্রধানমন্ত্রী

আগের তুলনায় দুর্যোগ মোকাবেলা ও ক্ষয়ক্ষতি রোধে বাংলাদেশের সক্ষমতা অনেক বেড়েছে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধামন্ত্রীর কার্যালয়ে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের বৈঠকে তিনি একথা জানান।

শেখ হাসিনা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি রোধে বিএনপি জোট সরকারের সময় তেমন কোন পদক্ষেপ নেয়া হয়নি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে এখাতে নানা ধরণের পদক্ষেপ নিয়েছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি, মানবসৃষ্ঠ দুর্যোগ প্রতিরোধে সবাইকে আরও বেশি সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন, প্রধানমন্ত্রী। তিনি বলেন, জনগণ সচেতন হলেই প্রাকৃতিক ও মানুষের তৈরি দুর্যোগে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব।

Exit mobile version