Site icon Jamuna Television

পাকিস্তানে নৌ-বাহিনী-কোস্টগার্ডের ১৪ সদস্যকে গুলি করে হত্যা

পাকিস্তানের বেলুচিস্তানে নৌ-বাহিনী আর কোস্টগার্ডের ১৪ সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের দায়স্বীকার করেছে বেলুচ বিচ্ছিন্নতবাদী একটি আদিবাসী গোষ্ঠী। বৃহস্পতিবার সকালে প্রত্যন্ত ওরমারা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, করাচি থেকে গাদার শহরে যাওয়ার পথে একটি বাসের পথরোধ করে একদল মুখোশ পরিহিত বন্দুকধারী। আরোহীদের জোর করে বাস থেকে নামিয়ে তাদের পরিচয় শনাক্ত করে। পরে বেছে বেছে পাকিস্তানি নৌ-বাহিনী আর কোস্টগার্ডের পরিচয়পত্র দেখানো ব্যক্তিদের মাথায় গুলি করে হামলাকারীরা।

প্রাদেশিক সরকার সূত্রে বলা হয়েছে, হামলাকারীরা প্যারা-মিলিটারি ফোর্স ফ্রন্টিয়ার কর্পসের পোশাক পরে ছিল।

Exit mobile version