Site icon Jamuna Television

মাদকের টাকা ভাগাভাগি নিয়ে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন

প্রতীকী ছবি।

চট্টগ্রামে মাদকের টাকা নিয়ে ঝগড়ার জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছে মোহাম্মদ সাজু। বুধবার রাতে চান্দগাঁও থানার খড়মপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সাজু ও মুন্না দুই ভাই নেশাগ্রস্ত। সাজু মাদক মামলার আসামি। গেল মঙ্গলবার জামিনে মুক্তি পান তিনি। পরে ছোট ভাইয়ের কাছে মাদক ব্যবসার টাকা দাবি করলে, কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাত করে মুন্না। গুরুতর অবস্থায় সাজুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষ করেন। হত্যাকাণ্ডের পর থেকে মুন্না পলাতক রয়েছে । মুন্নাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

Exit mobile version