Site icon Jamuna Television

বগুড়ায় ইয়াসিন হত্যা মামলায় পিতা-পুত্রসহ ৫ জনের ফাঁসি

বগুড়া ব্যুরো
বগুড়ায় মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মোল্লা মিঠু হত্যামামলায় পিতা-পুত্রসহ ৫ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে আরো ৪ জনকে। বৃহস্পতিবার বগুড়ার জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এই আদেশ দেন।
আদালত সূত্র জানায়, ২০০৬ সালের ১৭ জুন বগুড়ার গাবতলী উপজেলার বাহাদুরপুর গ্রামে নিজ বাড়িতে খুন হন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও মুক্তিযোদ্ধা ইয়াসিন। ঘটনার পর তার স্ত্রী আনোয়ারা বেগম ১৯ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। প্রায় একযুগ বিচারকার্য চলার পর বৃহস্পতিবার আদালত মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, একই গ্রামের ইসমাইল হোসেন, তার দুই পুত্র মামুন ও জুলফিকার আলী টুটুল, আবদুর রহিম এবং সিরাজুল ইসলাম। পাশাপাশি তাদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ডও ধার্য করেন আদালত। মামলার রায়ে দুই আসামি শাহজাহান ও শিপনের ৭ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, সোহাগের ৩ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং আরেক আসামি রওশন আলীর ১ বছরের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ডেরও আদেশ দিয়েছেন আদালত।

Exit mobile version