Site icon Jamuna Television

রাজধানীর ৬ জায়গায় মিলবে রেলের ঈদের অগ্রীম টিকিট

শুধু কমলাপুর স্টেশনেই নয়, এবার আসন্ন ঈদুল ফিতরে রেলের আগাম টিকিট মিলবে রাজধানীর ৬টি স্থানে। এ তথ্য জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আজ সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

৬টি স্থান হলো- ফুলবাড়িয়া, টিএসসি, মিরপুর ও গাজীপুরের জয়দেবপুরসহ আরো ২টি স্থান। পাশাপাশি ‘অ্যাপসে’ও পাওয়া যাবে টিকিট। ভোগান্তি কমাতে চলতি মাসেই অ্যাপসটি চালু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।

এর আগে মন্ত্রী বলেছিলেন, ঈদ এলে কমলাপুর রেলস্টেশনে হাটের মতো বসে যায়। এবার আমরা চেষ্টা করব রেলভবন, টিএসসি, সায়েদাবাদ, বসুন্ধরাসহ বিভিন্ন পয়েন্ট থেকে যেন টিকিট দিতে পারি। তা ছাড়া যাত্রীদের ভোগান্তি কমাতে চলতি মাসে অ্যাপস চালু করা হবে। এর মাধ্যমে ঘরে বসেই সবাই টিকিট কিনতে পারবেন।

Exit mobile version