Site icon Jamuna Television

পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা, জায়গা হলো না মোহাম্মদ আমিরের

মোহাম্মদ আমিরকে বাদ দিয়ে বিশ্বকাপে ১৫ সদস্যের দল ঘোষণা পাকিস্তান। সরফরাজকে অধিনায়ক করে বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক টুইট বার্তায় এ স্কোয়াড ঘোষণা করে।

এদিকে ইংল্যান্ড সফরের জন্যও পাকিস্তান দল ঘোষণা করেছে। তবে ওই দলে রয়েছেন মোহাম্মদ আমির। এ নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে নানা জল্পনা কল্পনার অবসান হয়েছে।

পাকিস্তানের স্কোয়াড: সরফরাজ আহমেদ (অধিনায়ক), আবিদ আলী, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস সোহায়েল, হাসান আলী, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, জুনায়েদ খান, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, শোয়েব মালিক।

Exit mobile version