Site icon Jamuna Television

মাধ্যমিকের প্রশ্নে পর্ন তারকার নাম: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে- শিক্ষামন্ত্রী

ঢাকার রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বাংলা প্রথম পত্র পরীক্ষার দুটি প্রশ্নে পর্নো তারকার নাম আসার বিষয়টি অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ সকালে ১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন।

এসময় তিনি আরো জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরীক্ষা শুরুর আগেই সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। রাজধানীর তিতুমীর কলেজ কেন্দ্র পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী শিক্ষকদের সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন। ১৫তম এ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ৮ লাখ ৭৬ হাজার ৩৩ জন প্রার্থী অংশগ্রহণ করেন।

Exit mobile version