Site icon Jamuna Television

উল্লাপাড়ায় ‘বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী’ নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে এক শীর্ষ মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছে। তার নাম মোস্তফা কামাল (৩২)। শনিবার মধ্যরাতে উল্লাপাড়া পৌর শহরের ঘোঁষগাতী মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত মোস্তফা কামালের বিরুদ্ধে মাদক সহ ১১ টি মামলা রয়েছে। সে পৌর শহরের কাওয়াক মহল্লার আব্দুর রশিদের পুত্র। এ সময় ঘটনাস্থল থেকে আরও ৪ মাদক ব্যবসায়ীকে মাদক সহ আটক করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া মডেল থানা পুলিশের একটি দল পৌরসভার ঘোষগাঁতী এলাকায় মাদক বিক্রির সংবাদ পেয়ে অভিযান চালায়। এ সময় টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশ কে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

এ সময় পুলিশের গুলিতে মাদক ব্যবসায়ী মোস্তফা কামাল গুলিবিদ্ধ হয়। দ্রুত তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৮০ পিছ ইয়াবা ও ২১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

আটক অপর মাদক ব্যবসায়ীরা হল- ঘোঁষগাতী মহল্লার সনি আহমেদ (৩৫) সেলিম রেজা (২৪), সজীব কুমার সাহা ওরফে গনেস (২৪),সঞ্জয় চন্দ্র সাহা (১৯)।

উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দেওয়ান কউশিক আহমেদ ‘বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী’ নিহত ও আটকের তথ্য নিশ্চিত করেন।

যমুনা অনলাইন: আরএস

Exit mobile version