Site icon Jamuna Television

বাগেরহাটে সৎপিতার কাছে যৌন নির্যাতনের শিকার ১১ বছরের শিশু

বাগেরহাটে এবার ১১ বছরের এক শিশু সৎপিতার কাছে যৌন নির্যাতনের শিকার হবার অভিযোগ উঠেছে।

পুলিশ জানায়, হরিনখানা এলাকার আলমগীর শেখ ও তার মায়ের সাথে দেড় বছর বয়স থেকে থাকতো মেয়েটি। গেল ২৬ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে মেয়েটির ওপর নির্যাতন চালায় সৎপিতা আলমগীর। ঘটনা জানাজানির পর মেয়েটির মা বাদী হয়ে থানায় মামলা করে। পরে গ্রেফতার করা হয় অভিযুক্ত আলমগীরকে।

বাগেরহাটের রামপালে তৃতীয় শ্রেণির মাদরাসা ছাত্রী ধর্ষণ মামলায় গ্রেফতার দুই আসামির সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। দুপুরে মূল অভিযুক্ত ফেরদৌস ও একটি মাদরাসার অধ্যক্ষ ওয়ালিউর রহমানকে জেলা দায়রা জজ আদালতে হাজির করা হয়। তাদের সাত দিনের রিমান্ড আবেদন জানানো হলেও, এখন পর্যন্ত কবে শুনানি হবে, তা জানা যায়নি। গত রাতে ৪ জনকে আসামি করে রামপাল থানায় মামলা করে শিশুর স্বজনরা। মূল অভিযুক্ত মুদি দোকানি ফেরদৌস হলেও ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগে আসামি করা হয় অধ্যক্ষকে। এছাড়া আসামি করা হয় আরও দুই নারীকে। তবে তদন্তের তাদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

Exit mobile version