Site icon Jamuna Television

সোসিয়াদকে হারিয়ে শিরোপা নিশ্চিতের পথে বার্সেলোনা

রিয়াল সোসিয়াদকে হারিয়ে স্প্যানিশ লা লিগার শিরোপার পথে আরেক ধাপ এগিয়ে গেলো বার্সেলোনা। ক্যাম্প ন্যু’য়ে ক্লেমোঁ লংলে ও জর্ডি আলবার গোলে সোসিয়াদকে ২-১ গোলে হারিয়েছে কাতালানরা।

ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করলেও ভালো কোন সুযোগ তৈরি করতে পারেনি বার্সেলোনা। উল্টো ম্যাচের ৩৬ মিনিটে অতিথিদের গোল বঞ্চিত করেন টেরস্টেগান। অবশ্য ৪৫ মিনিটে ওসমান ডেম্বেলের কর্নার থেকে হেডে গোল করেন ডিফেন্ডার লংলে।

৬২ মিনিটে হুয়ানমি’র গোলে সমতায় ফেরে সোসিয়াদ। দুই মিনিট পরই মেসির পাস থেকে বার্সার জয়সূচক গোল করেন জর্ডি আলবা। এই জয়ে ৭৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থাকা অ্যাথলেটিকো মাদ্রদিদের থেকে ৯ পয়েন্ট এগিয়ে থাকলো বার্সেলোনা। আর সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তালিকার দশে অবস্থান রিয়াল সোসিয়াদের।

Exit mobile version