Site icon Jamuna Television

জোর করে খাওয়াতে গিয়ে বাচ্চাকে মেরেই ফেললো মা

অনেক মা’ই আছেন, যারা জোর করে সন্তানকে বেশি খাওয়ানোর চেষ্টা করেন। ঝিনাইদহের শৈলকূপাতে এমনই এক মায়ের কাণ্ডে শেষ পর্যন্ত মৃত্যুই হলো এক শিশুর।

প্রতক্ষ্যদশী ও স্থানীয়রা জানায়, ৬ বছরের শিশু জান্নাতকে প্রতিদিন বেশি বেশি করে ভাত খেতে দিত মা আলেয়া। শিশুটি খেতে না চাইলে মা প্রায়ই শিশুটিকে মারধর করতো। প্রতিদিনের মতো রোববার সকালে অনেক ভাত মাখিয়ে খেতে দেয় বাচ্চাকে। খেতে না চাইলে পাষন্ড মা তাকে চড় থাপ্পর ও লাথি দিয়ে বারান্দা থেকে নিচে ফেলে দেয়।

প্রতিবেশিরা বাচ্চাটিকে উদ্ধার করতে এলে তাদের সাথেও খারাপ ব্যবহার করে বাড়ির গেট লাগিয়ে দেয়। এক পর্যায়ে শিশুটির মুখে উপুর্যপরি ভাত ঠেলে দেয়। এতে দম বন্ধ হয়ে ঘটনাস্থলেই জান্নাত মারা যায়।

এ ব্যাপারে শৈলকুপার থানার ওসি কাজী আয়ুবুর রহমান জানান, হাজামপাড়া গ্রামে শিশু হত্যার অভিযোগে তার মা আলেয়া খাতুনকে আটক করা হয়েছে। শিশুটির ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে।

Exit mobile version