Site icon Jamuna Television

কালা মিয়ার পা কেটে নেয়ার ঘটনায় ১৫ জনের নামে মামলা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কালা মিয়া নামে একজনের পা কেটে নেয়ার ঘটনায় ১৫ জনকে আসামী করে মামলা হয়েছে।

এতে স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল বাশারকে প্রধান আসামী করা হয়েছে।

এদিকে আলোচিত এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল বাশারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আবুল বাশারের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতভর অভিযান চালিয়েও কালা মিয়ার কেটে নেয়া পা উদ্ধার করতে পারেনি পুলিশ। স্থানীয়রা জানান, কালা মিয়ার সাথে দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল বাশারের বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার কালা মিয়া এবং তার ছেলে বিপ্লবকে ডেকে নিয়ে টেঁটাবিদ্ধ করেন আবুল বাশার ও সহযোগীরা। পরে কালা মিয়ার পা কেটে নেয় তারা। তার ছেলে বিপ্লবের পায়ের রগও কেটে দেয়া হয়।

Exit mobile version