গাজীপুরের কালিয়াকৈরে হরতুকিতলা এলাকায় শনিবার রাতে পারিবারিক কলহের জের ধরে মিকটুল মিয়া তার সাবেক স্ত্রী ফাহিমা বেগমকে এলোপাতারি ভাবে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেন।
ফাহিমা বেগম উপজেলার হরতুকিতলা এলাকায় বাদশা মিয়ার বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোষাক কারখানায় চাকুরী করতেন।
এলাকাবাসীরা জানায়, রাত সাড়ে আটটার দিকে ফাহিমার ডাক-চিৎকারে আশে পাশের লোকজন ছুটে আসলে সাবেক স্বামী দৌড়িয়ে পালিয়ে যাওয়ার সময় নিজের বুকে চাকু দিয়ে আত্মহত্যা করেন। পরে এলাকাবাসী দুজনকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার তাদের মৃত ঘোষনা করেন।

