Site icon Jamuna Television

ফেসবুক স্ট্যাটাসে ধর্মীয় অনুভূতিতে আঘাত, সংঘর্ষে নিহত ১

ফেসবুকে ধর্মীয় কটূক্তির অভিযোগে রংপুরের পাগলাপীরে পুলিশের সাথে স্থানীয়দের সংঘর্ষ একজন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক। বাড়ি-ঘরে আগুন দেয়ার ঘটনাও ঘটেছে। পরিস্থিতি থমথমে। নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।

ঘটনার শুরু পাঁচ দিন আগে। ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার অভিযোগ ওঠে টিটু নামে এক স্থানীয়ের বিরুদ্ধে।স্থানীয়রা প্রথমে পুলিশ এবং পরে জনপ্রতিনিধিদের জানায় বিষয়টি। দেয়া হয় লিখিত অভিযোগও। কিন্তু কেউ গা না করায় জুমার নামাজের পর রাস্তায় নামে মুসল্লিরা। রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীরে রাস্তা অবরোধ করেন বিক্ষুব্ধরা। উত্তেজিত লোকজন ভাঙচুরের পর, টিটুর বাড়িতে আগুনও ধরিয়ে দেয়।এক পর্যায়ে পুলিশ রাস্তা থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে অবরোধকারীদের সাথে সংঘর্ষ বাঁধে।সংঘর্ষের মাঝে পড়ে মৃত্যু হয় হাবিব নামে একজনের। পুলিশের ১১ সদস্যসহ আহত হয় অর্ধশতাধিক। এদের মধ্যে গুলিবিদ্ধ ৬ জন রংপুর মেডিকেলে ভর্তি।

Exit mobile version