Site icon Jamuna Television

১০ দিন আগেই হামলার বিষয়ে সতর্কতা জারি করেছিল শ্রীলঙ্কান পুলিশ

শ্রীলঙ্কায় আত্মঘাতী হামলার পর দেশটির পুলিশ প্রধান পুজুথ জয়াসুন্দরা ১০ দিন আগেই গোয়েন্দা সংস্থাগুলোকে সতর্কবার্তা দিয়েছিলেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তাদের কাছে থাকা নথিপত্রে দেখা যাচ্ছে শ্রীলঙ্কান পুলিশ প্রধান পুজুথ জয়াসুন্দরা ১০ দিন আগে গোয়েন্দা সতর্কতা জারি করেন, দেশটির প্রধান চার্চগুলোতে হামলা করার পরিকল্পনা আঁটছে একটা পক্ষ।

জারিকৃত সতর্কতায় বলা হয়, ন্যাশনাল তাওহীদ জামায়াত (এনটিজে) নামে একটি গোষ্ঠী শ্রীলঙ্কার প্রধান গির্জাগুলোয় আত্মঘাতী হামলার পরিকল্পনা করছে। এছাড়াও তারা কলম্বোয় ভারতীয় হাইকমিশনেও হামলার পরিকল্পনা করছে।

ন্যাশনাল তাওহীদ জামায়াত (এনটিজে) শ্রীলঙ্কায় একটি উগ্রপন্থী মুসলিম গোষ্ঠী হিসেবে পরিচিত।

Exit mobile version