Site icon Jamuna Television

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা ২৯০

শ্রীলঙ্কায় রোববারের ভয়াবহ সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯০। আহত ৪শ’র বেশি। চিকিৎসকদের আশঙ্কা বাড়বে, নিহতের সংখ্যা। এদিকে সোমবার সকালে শ্রীলঙ্কায় কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরের কাছ থেকে শক্তিশালী বোমা উদ্ধার করেছে পুলিশ।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন কমপক্ষে ৩৬ জন বিদেশি নাগরিক। রোববার, দিনভর অন্তত আটটি বিস্ফোরণ হয় রাজধানী কলম্বো ও আশপাশের শহরে। ইস্টার সানডে’র প্রার্থণা চলাকালে জনপ্রিয় ৩টি গির্জা এবং পাঁচ তারকা ৩টি হোটেলে ঘটানো হয় আত্মঘাতী বোমা বিস্ফোরণ।

এখনও কোন ব্যক্তি বা সংগঠন হামলার দায় স্বীকার করেনি। এ ঘটনায় চলছে অভিযান, আটক করা হয়েছে অন্তত ২৪ সন্দেহভাজনকে। এছাড়া, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বহাল থাকবে কারফিউ। গুজব-ভূয়া তথ্যের প্রচার ঠেকাতে বন্ধ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো।

Exit mobile version