Site icon Jamuna Television

ব্রুনেইয়ের সুলতানের সাথে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বৈঠক

ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সকালে ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়ার সরকারি বাসভবনে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধিতে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে কৃষি খাতে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা।

এছাড়া সংস্কৃতি, শিল্প, যুব ও ক্রীড়া, মৎস্য, পশু সম্পদ ও জ্বালানি খাতে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক সই হয়। পাশাপাশি কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতির বিষয়ে কূটনৈতিক পত্র বিনিময় করা হয়। দু’দেশের মধ্যকার সম্পর্ক জোরদারের অংশ হিসেবে পারষ্পরিক বাণিজ্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে আশা দুই দেশের শীর্ষ নেতার।

বৈঠকে দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ড়া কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের বিনা ভিসায় ব্রুনাই ভ্রমনের বিষয়ে আলোচনা হয়েছে।

Exit mobile version