Site icon Jamuna Television

প্রথম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির কাউখালীতে চকলেট প্রলোভন দিয়ে প্রথম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শিশুটি উপজেলায় পোয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। ঘটনার জড়িত থাকার অভিযোগে এলাকার গোপাল কৃঞ্চ নাথ (৬০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সুত্রে জানা গেছে, কাউখালী পোয়াপাড়া এলাকার উষা আর্টের মালিক গোপাল কৃঞ্চ নাথ রোববার রাত ৮টার দিকে তারই দোকানের পাশে ভবনের বাসিন্দার প্রথম শ্রেণী পড়ুয়া কন্যাকে চকলেটের প্রলোভন দেখিয়ে পোয়াপাড়ার মীর সুপার মার্কেটের নীচতলায় নিয়ে আসে। এসময় তাকে ধর্ষণের চেষ্ঠা চালায়।

ইসলামীকে ব্যাংক কাউখালী এজেন্ট শাখার সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনা রেকর্ড হয়ে যায়। পরবর্তীতে সিসিটিভি’র ফুটেজটি স্থানীয় কয়েকজন দেখতে পেয়ে শিশুটির পরিবারকে খবর দিলে, তার পিতা কাউখালী থানায় গিয়ে অভিযোগ দায়ের করে।

রোববার রাত ১১টার দিকে মেয়েটির পিতার লিখিত অভিযোগের ভিতিত্তে গোপাল কৃঞ্চ নাথ (৬০)কে নিজ বাসা থেকে আটক করে পুলিশ। কাউখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঞ্জুর আলম জানান, তাকে রাঙামাটি দায়রা জজ আদালতে পাঠানো হবে।

Exit mobile version