Site icon Jamuna Television

মারা গেলেন স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় অগ্নিদগ্ধ শাহেনুর

লক্ষ্মীপুরের কমলনগরে আগুনে দগ্ধ গৃহবধু শাহেনুর আক্তার ঢাকা মেডিকেল কলেজে মারা গেছেন। সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা যান তিনি।

রোববার বিকেলে কমলনগরের আইয়ুব নগর এলাকার একটি জমি থেকে তাকে আগুনে দগ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে গুরুতর অবস্থায় তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে।

গতকাল হাসপাতালে ঐ গৃহবধু অভিযোগ করেন, স্ত্রী’র স্বীকৃতি চাওয়ায় তার গায়ে আগুন ধরিয়ে দেয় স্বামী সালাউদ্দিন। শাহেনুর জানান, তার বাড়ি চট্টগ্রামের রাউজানে।

মোবাইল ফোনে লক্ষ্মীপুরের রিকশা চালক সালাউদ্দিনের সাথে তার পরিচয় হয়। বছর দেড়েক আগে তাদের বিয়ে হয়। মাস ছয়েক আগে শাহেনুর জানতে পারেন সালাউদ্দিন স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

এর পর কমলনগরে কয়েকবার আসলেও স্ত্রী’র স্বীকৃতি পাননি তিনি। ঘটনাস্থল থেকে কেরোসিনের বোতল জব্দ করে পুলিশ।

Exit mobile version