Site icon Jamuna Television

শ্রীলঙ্কায় সিরিজ বোমা বিস্ফোরণের পেছনে ৭ আত্মঘাতী হামলাকারী

শ্রীলঙ্কা সরকার বলছে, তারা ইস্টার সানডেতে ভয়াবহ সিরিজ বোমা হামলায় ২৯০ জন নিহত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ৭ জন আত্মঘাতী হামলাকারীকে চিহ্নিত করতে পেরেছে। বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তবে তাদের পরিচয় সম্পর্কে তথ্য পাওয়া গেছে কিনা সে বিষয়ে কিছু বলা হয়নি প্রতিবেদনটিতে।

সরকারি তদন্তকারীদের একজন আরিয়ানান্দা ওয়েলিয়াঙ্গা জানিয়েছেন, নিহত হামলাকারীদের শরীরের বিচ্ছিন্ন অংশ বিশ্লেষণ করে তারা বুঝতে পেরেছেন হামলাকারীরা আত্মঘাতী ছিলো।

রোববারের হামলায় কে বা কারা জড়িত সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ন্যাশনাল তাওহীদ জামাত নামে একটি উগ্রপন্থি গোষ্ঠি হামলায় মদদ দিয়ে থাকতে পারে।

Exit mobile version