Site icon Jamuna Television

বসল ১১তম স্প্যান, দৃশ্যমান হলো পদ্মা সেতুর ১৬৫০ মিটার

শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুতে ১১তম স্প্যান বসানো হয়েছে। সেতুর ৩৩ ও ৩৪ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানোর মাধ্যমে দৃশ্যমান হলো সেতুটির এক হাজার ৬৫০ মিটার। মাওয়ার কুমারঘাট কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনের মাধ্যমে স্প্যানটি গতকালই জাজিরা প্রান্তে আনা হয়। সকালে এর আগে ১০ এপ্রিল ১৩ ও ১৪ নম্বর পিলারে বসানো হয় দশম স্প্যানটি। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতুতে মোট ২৯৪টি পাইল রয়েছে। যার মধ্যে নদীতে রয়েছে ২৬২টি।

টিবিজেড/

Exit mobile version