Site icon Jamuna Television

রাফি হত্যার ঘটনায় আজও ফেনীতে প্রতিবাদ

মাদরাসা শিক্ষার্থী নুসরাত রাফি হত্যার ঘটনায় আজও ফেনীতে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। সকালে সদরের কালীদহ উচ্চ বিদ্যালয়ে মানববন্ধনে নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা রাফি হত্যার তীব্র নিন্দা জানান। দ্রুত বিচার ট্রাইব্যুনালে নৃশংস এই হত্যার বিচারের দাবি জানান তারা। সারা দেশে একের পর এক নারী ও শিশু নির্যাতনের ঘটনায় উদ্বেগ জানান বক্তারা। তারা বলেন, দোষীদের কঠোর সাজা না হলে এ ধরণের ঘটনা ঘটতেই থাকবে। নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় মানববন্ধন কর্মসূচি থেকে।

টিবিজেড/

Exit mobile version