Site icon Jamuna Television

স্কুলছাত্রীকে ধর্ষণের ভিডিও ফেসবুকে, গ্রেফতার ১

ফরিদপুরের সালথা উপজেলায় দশম শ্রেণির শিক্ষার্থীকে জোর পূর্বক ধর্ষণ এবং ধর্ষণের চিত্র মোবাইলে ধারণ করে ফেসবুকে প্রচারের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে শাকিল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানাগেছে, উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীকে যুগীকান্দা লক্ষনদিয়া গ্রামের প্রতিবেশী মাসুদ ফকিরের ছেলে শাকিল ও তার বন্ধু বজলু মাতুব্বরের ছেলে জাবের মাতুব্বর জোর পূর্বক ধর্ষণ করে। এসময় ধর্ষণের চিত্র মোবাইলে ভিডিও করে। এসব কাউকে জানালে পরিবারের সবাইকে খুন করে ফেলবে বলে ধর্ষণকারীরা হুমকি দিয়ে যায়।

লোকলজ্জা ও প্রাণের ভয়ে মেয়েটি কাউকে এ কথা না বললেও লম্পটেরা পরবর্তীতে তা ফেসবুকে প্রচার করে।

ভূক্তভুগী মেয়েটির ভাই বলেন, গত ৫ এপ্রিল রাত নয়টার দিকে তার বোন প্রকৃতির ডাকে সারা দিতে ঘরের বাহির হলে প্রতিবেশী শাকিল ও জাবের তার মুখ আটকিয়ে বাড়ীর পাশে বাগানে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় ছাত্রীর ভাই বাদী হয়ে সালথা থানায় মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনার সাথে জড়িত শাকিলকে গ্রেফতার করেছে।

সালথা থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, ঘটনার মূল নায়ক শাকিলকে গেফতার করেছি। জাবেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

টিবিজেড/

Exit mobile version