Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে কেরোসিন দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগে মামলা

লক্ষ্মীপুরে শরীরে কেরোসিন দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগে মামলা করেছেন নিহত শাহিন আক্তারের বাবা জাফর উদ্দিন।গতরাতে চট্টগ্রামের রাউজান থেকে কমলনগর থানায় যান তিনি। অভিযুক্ত সালাউদ্দিনকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে মামলা করেন। এ ঘটনায় সালাউদ্দিনের দুই ভাই আটক থাকলেও এখনও মূল অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।

মামলার এজাহারে বলা হয়, চট্টগ্রামে রিকশা চালানোর সুবাদে গার্মেন্টস কর্মী শাহিনের সাথে পরিচয় সালাউদ্দিনের। বিয়ের পর তারা সংসারও করে। সম্প্রতি সালাউদ্দিন যোগাযোগ বন্ধ করে দিলে শাহিন কমলনগরে গিয়ে স্ত্রীর স্বীকৃতি দাবি করে। পরে আসামিদের যোগসাজশে গায়ে কেরোসিন ঢেলে হত্যা করা হয় বলে এজাহারে উল্লেখ করেন বাদী।

টিবিজেড/

Exit mobile version