Site icon Jamuna Television

রাশিয়া যাচ্ছেন কিম জং উন

প্রথমবারের মতো রাশিয়া সফর করতে যাচ্ছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করে।

সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করবেন কিম জং উন। তবে কবে নাগাদ এ বৈঠক হবে, তা এখনও জানানো হয়নি।

রুশ বার্তা সংস্থা জানায়, আগামী ২৬-২৭ এপ্রিল একটি সম্মেলনে যোগ দিতে চীন সফর করবেন পুতিন। এর আগেই রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভস্টকে পুতিন ও কিমের মধ্যকার এই বৈঠক হতে পারে। ২০১১ সালে কিমের ক্ষমতায় বসার পর উত্তর কোরিয়া-রাশিয়ার মধ্যে এটাই প্রথম শীর্ষ বৈঠক হতে যাচ্ছে। কোরীয় উপদ্বীপে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে পিয়ংইয়ংয়ের বাড়তে থাকা দূরত্বের মধ্যেই পুতিনের সঙ্গে কিমের বৈঠকের এ ঘোষণা এলো।

টিবিজেড/

Exit mobile version