Site icon Jamuna Television

আপিল খারিজ, রয়টার্সের ২ সাংবাদিকের সাজা বহাল

মিয়ানমারে আটক রয়টার্সের দুই সাংবাদিকের কারাদণ্ডের বিরুদ্ধে করা আপিল আবেদন খারিজ করলেন দেশটির সর্বোচ্চ আদালত। মঙ্গলবারের রায়ে নিম্ন আদালতের ৭ বছরের কারাদণ্ড-ই বহাল রয়েছে।

রোহিঙ্গা গণহত্যা নিয়ে তথ্য সংগ্রহের সময় ২০১৭ সালের ডিসেম্বরে আটক করা হয় ওয়া লোন এবং কিয়াও সো উ-কে। গেলো সেপ্টেম্বরে তাদের দুই সাংবাদিককে রাষ্ট্রের গোপনীয়তা ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত করেন নিম্ন আদালত। পরে জানুয়ারিতে ইয়াঙ্গুনের উচ্চ আদালত সে রায় বহাল রাখলে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন দুই সাংবাদিক। শুনানিতে সর্বোচ্চ আদালত জানান, নির্দোষ প্রমাণে যথেষ্ট তথ্য-প্রমাণ দেখাতে পারেননি তারা। বর্তমানে ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারে রাখা হয়েছে তাদের। এ ঘটনায় শুরু থেকেই মিয়ানমার সরকারের সমালোচনা করে আসছে আন্তর্জাতিক মহল ও মানবাধিকার সংগঠনগুলো।
টিবিজেড/

Exit mobile version