Site icon Jamuna Television

কলেজ কর্তৃপক্ষের আশ্বাসে অনশন ভাঙলেন তিন শিক্ষার্থী

কলেজ কর্তৃপক্ষের আশ্বাসে অনশন ভেঙ্গেছেন ঢাকা কলেজের সামনে আমরন অনশনে থাকা তিন শিক্ষার্থী।

মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে ঢাকা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ জুস পান করিয়ে এই তিন শিক্ষার্থীর অনশন ভাঙান।

অনশন ভাঙানোর আগে উপাধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ শিক্ষার্থীদের চলমান সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টার আশ্বাস দেন।

এর আগে মঙ্গলবার দুপুর ১২টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির সরকারি সাত কলেজের তীব্র সেশন জট, ত্রুটি পূর্ণ ফলাফল এবং ফলাফল প্রকাশের দীর্ঘসূত্রিতাসহ নানান সমস্যা সমাধান দাবিতে ঢাকা কলেজের গেটের সামনে আমরন অনশন শুরু করেন তারা।

এই তিন শিক্ষার্থী হলেন – ঢাকা কলেজ বাংলা বিভাগের ২০১৫ – ১৬ সেশনের ছাত্র আবু নোমান রুমি, ইংরেজি বিভাগের ছাত্র ২০১৬-১৭ সাবিক, ২০১৭-১৮ সেশনের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ছাত্র সাইফুল ইসলাম।

Exit mobile version