Site icon Jamuna Television

এক দিনেই সৌদিতে ৩৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবে সন্ত্রাসবাদে সম্পৃক্ততার অভিযোগে ৩৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এদের মধ্যে একজনকে ক্রুশবিদ্ধ করে এবং বাকিদের শিরশ্ছেদের মাধ্যমে শাস্তি কার্যকর করা হয়। রিয়াদ, মক্কা ও মদিনাসহ বিভিন্ন শহরে কার্যকর করা হয় এ দণ্ডাদেশ।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা- সৌদি প্রেস এজেন্সির এক বিবৃতিতে বলা হয়, অভিযুক্তরা উগ্র সন্ত্রাসবাদী মতাদর্শ ধারণ করতো। বিভিন্ন সময় নিরাপত্তা কার্যালয়ে হামলা ও সরকারি কর্মকর্তাদের হত্যার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। সন্ত্রাসী চক্র তৈরির মাধ্যমে দেশের শান্তি ও নিরাপত্তায় তারা ঝুঁকি তৈরি করেছিলো বলেও দাবি করা হয়। কেবল সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেয়ায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয় অন্তত ১৪ জনের।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে একজনের বয়স গ্রেফতারের সময় ছিল মাত্র ১৬ বছর। সংস্থাটির তথ্য অনুযায়ী- চলতি বছর এ নিয়ে ১০৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি প্রশাসন; যে সংখ্যা গেল বছর ছিল দেড়শ’।

Exit mobile version