Site icon Jamuna Television

গাজীপুরে বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার

গাজীপুরের টঙ্গীর পাগাড়ার এলাকার একটি বাসা থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী, তার প্রথম স্ত্রী ও দোকানের কর্মচারিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গতকাল রাত আনুমানিক ১টার দিকে টঙ্গীর পাগাড়ার এলাকায় একটি ঘরের ভিতরে গৃহবধুর লাশ রয়েছে খবর পেয়ে ঘরের দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্বামী জহিরুল ইসলাম, তার প্রথম স্ত্রী ও তার দোকানের কর্মচারিকে আটক করে পুলিশ। নিহত গৃহবধু নুরজাহান বেগম নোয়াখালী জেলার চাটখির থানার মোল্লাপতন এলাকার বাসিন্দা।

গত এক বছর আগে একই এলাকার জহিরুল ইসলামের সাথে তার বিয়ে হয়। এটা জহিরের দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকেই ছোট স্ত্রীকে নিয়ে টঙ্গীর পাগাড়ার এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতো। জহির পাগাড়ার এলাকায় মুদির দোকান দিয়ে ব্যবসা করতো।

নিহতের ভাইয়ের দাবি তার বোনকে স্বামী জহির ও তার প্রথম স্ত্রী হত্যা করতে পারে। সে এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানায়। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Exit mobile version