Site icon Jamuna Television

রাশিয়া পৌঁছেছেন কিম

রাশিয়ায় পৌঁছেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। তিনি আজ রাশিয়ার উপকূলবর্তী শহর ভ্লাদিভস্তকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন।

এর আগে ট্রেনে করে রাশিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন কিম। পিয়ংইয়ং থেকে কিম এই যাত্রা শুরু করেছিলেন তিনি।

এদিকে, পুতিনের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করতে যাচ্ছেন কিম। তবে এ বৈঠকে কোনো চুক্তি স্বাক্ষর বা যৌথ বিবৃতির পরিকল্পনা নেই।

এদিকে ক্রেমলিনের বরাত দিয়ে বিবিসি জানায়, পারমাণবিক অস্ত্রধর দুই দেশের এই নেতারা বৈঠকে কোরীয় উপদ্বীপে ‘পারমাণবিক সমস্যা’ নিয়ে আলোচনা করবেন।

তবে বিশ্লেষকদের মতে, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিতীয়বারের মতো বৈঠক করে ‘ব্যর্থ’ হওয়ার পর ক্ষমতাধর কোনো দেশের সমর্থন পাওয়ার লক্ষ্যেই কিমের এ বৈঠক।

রুশ প্রেসিডেন্ট পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা জুরি উশাকোভ বলেন, কয়েক মাস ধরে কোরীয় উপদ্বীপের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল রয়েছে। আর এ পরিস্থিতি যাতে দীর্ঘস্থায়ী হয়, রাশিয়া সেই চেষ্টায় করে যাবে।

Exit mobile version