Site icon Jamuna Television

হোয়াইট হাউজে টুইটারের সিইও’র সাথে ট্রাম্পের বৈঠক

হোয়াইট হাউজের ওভাল অফিসে টুইটারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসির সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কিত এক আলোচনায় বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ সম্পর্কিত এক বার্তায় টুইটার জানায়, যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচন-২০২০ উপলক্ষ্যে উন্মুক্ত আলোচনার সুরক্ষা নিশ্চিত করতে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এর আগেই অবশ্য ট্রাম্প টুইটারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে টুইটার তার বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ প্রদর্শন করছে। টুইটারকে রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট বলে ট্রাম্পের টুইটের ঘন্টাখানেক পরেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ট্রাম্প তার টুইটে বলেন, টুইটার আমাকে একজন রিপাবলিকান হিসেবে দেখছেনা। এর দরুণ আমার ফলোয়ার বাড়ার কোন সুযোগ তৈরী হচ্ছেনা। টুইটার যদি তার রাজনৈতিক খেলা বন্ধ করে তাহলে আমার টুইট আরো বেশি মানুষের কাছে পৌছাবে।

অবশ্য, ডরসির সাথে আলোচনার একটি ছবি টুইট করে ট্রাম্প বলেন, এটি একটি সফল আলোচনা ছিল। এখানে টুইটারের অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, একইসাথে সামাজিক যোগাযোগ মাধ্যমের বৈশ্বিক অবস্থা নিয়েও কথা হয়েছে।

ট্রাম্পের এই টুইটে ধন্যবাদ জ্ঞাপন করে ডরসি বলেন, উন্মুক্ত আলোচনার সুরক্ষা ও এর পরিচ্ছন্নতা রক্ষার্থে টুইটার বদ্ধপরিকর।

যমুনা অনলাইন/ইএ

Exit mobile version