Site icon Jamuna Television

দেশে পৌঁছেছে জায়ানের মরদেহ

শ্রীলঙ্কায় নিহত শিশু জায়ান চৌধুরীর মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেছে। আজ বেলা ১২টা ৪৫ মিনিটের দিকে জায়ানের মরদেহবাহী ফ্লাইটটি ঢাকায় পৌঁছায়।

বাদ আছর বনানীর চেয়ারম্যান বাড়ি মাঠে অনুষ্ঠিত হবে তার নামাজে জানাযা। পরে বনানী কবরস্থানে দাফন করা হবে জায়ান চৌধুরীকে।

এদিকে, শ্রীলঙ্কায় বোমা হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন জায়ানের বাবা মশিউল হক চৌধুরী। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের মেয়ের জামাই এবং জায়ান নাতি। গতকাল জানাজাস্থল ঘুরে দেখেন শেখ সেলিম। পরিবারের সদস্যদের জন্য দোয়া চান সবার কাছে।

Exit mobile version