Site icon Jamuna Television

অর্থনীতি সম্প্রসারণে নদী ও সমুদ্র নিয়ে কাজ করছে সরকার: পরিকল্পনামন্ত্রী

সরকার অর্থনীতির সম্প্রসারে নদী ও সমুদ্র নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ব্লু ইকোনমি নিয়ে এক সেমিনারে তিনি এ কথা বলেন।

এসময় মন্ত্রী আরো বলেন, ব্লু ইকোনমি নিয়ে সরকার কাজ করার জন্য উন্মুখ হয়ে আছে। তাই এ বিষয়ে যারা গবেষণায় জড়িত তাদের এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, গবেষণার জন্য সরকারের অর্থের কমতি নেই। তাই বাস্তবভিত্তিক প্রকল্প নিয়ে ব্লু ইকোনমিকে শক্তিশালী করতে এগিয়ে আসার আহ্বান জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, যারা ব্লু ইকোনমি বিষয়ে অভিজ্ঞ তাদের মাধ্যমে সরকার এ খাতকে আরো এগিয়ে নিতে চায়। দেশের উন্নয়নে ব্লু ইকোনমিকে আরো শক্তিশালী করতে সব ধরণের পদক্ষের সরকার গ্রহণ করতে প্রস্তুত বলেও জানান পরিকল্পনামন্ত্রী।

Exit mobile version