Site icon Jamuna Television

বিমানে ইকোনোমি ক্লাসে চড়েন আমির!

একটি দেশীয় বিমানের ইকোনোমি ক্লাসে চড়েছেন বলিউড তারকা আমির খান। তাঁকে সেখানে দেখে তো উপস্থিত সকলে থ’ হয়ে গিয়েছেন। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘ভাইরাল ভয়ানী’ নামে একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।

ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানের একটি জানলার ধারের আসনে বসেছেন আমির। পরনে কালো টি-শার্ট আর নীল টুপি। চোখে চশমা। ঘুরে ঘুরে তাঁর চারপাশের উপস্থিত সহ-যাত্রীদের দেখছেন।

প্রথমে তো কেউ বিশ্বাসই করতে পারছিলেন না। কেউ কেউ বলেছেন, আপনি সত্যিই সাধারণ মানুষের হিরো। অন্য এক জন বলেছেন, এটাই আসল, সরল, সাধাসিধে ভাব।

উল্লেখ্য, আমিরকে শেষ দেখা গিয়েছিল ‘ঠগস অব হিন্দুস্থান’ ছবিতে। সহ অভিনেতা ছিলেন আমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ, ফতেমা সানা শেখ।

তাঁর নতুন ছবি ‘লাল সিং চাড্ডা’। এটি টম হ্যাংকসের ‘ফরেস্ট গাম্পে’র হিন্দি অনুবাদ। আমির বলেছেন, ছবি তৈরির কাজ শুরু হয়েছে। শুটিং শুরু হবে অক্টোবর মাসে। এর জন্য তাঁকে তৈরি হতে হচ্ছে। ছয় মাস আগে থেকেই প্রস্তুতি শুরু করেছেন। এর জন্য তাঁকে ওজন কমাতে হবে। এক-দু’ কেজি নয়, মোট ২০ কেজি। তাঁকে এক দম রোগা হতে হবে।

যমুনা অনলাইন/কিউএস

Exit mobile version