Site icon Jamuna Television

হামলাকারীদের একজন পড়াশোনা করেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায়

শ্রীলঙ্কায় স্মরণকালের ভয়াবহ হামলার ঘটনায় জড়িতদের সম্পর্কে নতুন আরও তথ্য দিয়েছে দেশটির প্রতিরক্ষা বিভাগ। হামলাকারীদের মধ্যে একজন ইংল্যান্ডে এবং অস্ট্রেলিয়াতে পড়াশোনা করেছে বলে জানিয়েছেন উপ প্রতিরক্ষা মন্ত্রী।

ইস্টার সানডের অনুষ্ঠানে ও হোটেলে ভয়াবহ সিরিজ হামলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৯ জনে আর আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ।

এই হামলার পেছনে জড়িত ৯ জনের মধ্যে ৮ জনের পরিচয় সনাক্তের দাবি করেছে পুলিশ। এদের মধ্যে একজন নারীও ছিল। তাদের সবাই শ্রীলঙ্কার নাগরিক।

দেশটির উপ প্রতিরক্ষা মন্ত্রী রুয়ান উইজয়বর্ধনে বলেন, আমরা জানতে পেরেছি একজন আত্মঘাতী হামলাকারী অস্ট্রেলিয়ায় পোস্ট গ্রাজুয়েশন করেছে। তার আগে সে লন্ডনে পড়াশোনা করেছে। এরপর সে শ্রীলঙ্কায় স্থায়ী হয়।

রুয়ান বলেন, হামলাকারীদের বেশিরভাগ উচ্চ শিক্ষিত এবং মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত পরিবারের সদস্য। তারা আর্থিকভাবে স্বাবলম্বী এবং তাদের পরিবারের অর্থনৈতিক অবস্থাও ভালো।

পুলিশের একটি সূত্র এএফপিকে জানায়, বোমা হামলাকারীদের মধ্যে এক ধনাঢ্য মসলা ব্যবসায়ীর দুই ছেলে রয়েছে। তারা শাংরি-লা এবং চিন্নামন গ্র্যান্ড হোটেলে বিস্ফোরণ ঘটায়।

Exit mobile version