Site icon Jamuna Television

রংপুর বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

এক বাস চালককে হত্যার অভিযোগে রংপুর বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

পূর্বঘোষিত এই কর্মসূচির কারণে ভোর ৬টা থেকে বিভাগের আট জেলায় বন্ধ রয়েছে সব ধরনের বাস চলাচল। অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে না টার্মিনালগুলো থেকে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। শেষ কর্মদিবসের সকালে অনেকে কর্মস্থল ও গন্তব্যে যেতে পারছে না। বাস চলাচলে বাধা দিচ্ছে পরিবহন শ্রমিকরা।

টিবিজেড/

Exit mobile version