Site icon Jamuna Television

চান্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে, নিহত ৪

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় চান্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উল্টে গিয়ে চার শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়নের গাবতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তারা ইটভাটার শ্রমিক বলে জানান স্থানীয়রা।

রাঙ্গুনিয়া থানার এসআই মো. ইসমাইল জানান, ভোর ৪টার দিকে মরিয়মনগর চৌমুহনী থেকে চান্দের গাড়িটি রাঙ্গুনিয়ার ইসলামপুরের ইটভাটায় যাচ্ছিল।

এ সময় ওই এলাকায় চাঁন্দের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উল্টে গেলে ঘটনাস্থলেই চার ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়।

নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলে জানান এসআই।

টিবিজেড/

Exit mobile version