Site icon Jamuna Television

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নিলেন বিএনপি’র জাহিদুর

এবার দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নিলেন ঠাকুরগাঁও-৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত জাহিদুর রহমান জাহিদ। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ বাক্য পাঠ করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার শপথ নেয়ার আগ্রহের কথা জানিয়ে স্পিকারকে চিঠি দেন জাহিদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পীরগঞ্জ–রানীশংকৈল নিয়ে গঠিত ঠাকুরগাঁও-৩ আসন থেকে জয়লাভ করেন বিএনপির এই নেতা। রংপুর বিভাগে বিএনপির প্রার্থী হিসেবে একমাত্র জাহিদুর রহমানই জয়লাভ করেন।

গতকালও ঐক্যফ্রেন্টের স্টিয়ারিং কমিটির সভায় সংসদে না যাওয়ার বিষয়ে সিদ্ধান্তে অটুট থাকার কথা জানান ঐক্যফ্রন্ট নেতারা। এর আগে গণফোরাম নেতা মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর ও সিলেট-২ আসন থেকে নির্বাচিত মোকাব্বির খানও দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নেন। পরে দলের সিদ্ধান্ত অমান্য করায় ড. কামাল হোসেন তাদের দল থেকে বহিস্কার করেন।

টিবিজেড/

Exit mobile version