Site icon Jamuna Television

সাত বছরে হামের টিকা পায়নি প্রায় সতেরো কোটি শিশু

বিশ্বজুড়ে গেলো সাত বছরে হামের টিকা পায়নি কমপক্ষে ১৬ কোটি ৯০ লাখ শিশু। বুধবার, ইউনিসেফের বার্ষিক প্রতিবেদনে উঠে আসে এ ভয়াবহ তথ্য।

এ তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্র; গেলো সাত বছরে দেশটিতে টীকা পায়নি দুই কোটি ৬০ লাখের মতো শিশু। যার ফলে, চলতি বছরের প্রথম তিন মাসেই দেশটিতে প্রায় ৭শ’হামের রোগীকে শনাক্ত করা হয়; এদের বেশিরভাগ শিশু।

মার্কিন রোগ নিয়ন্ত্রক সংস্থা- সিডিসি এক বিবৃতিতে জানিয়েছে, গেলো বছরের তুলনায় এই পরিসংখ্যান কয়েকগুণ বেশি। উপযুক্ত উদ্যেগ গ্রহণ না করলে, সেটি দীর্ঘমেয়াদে প্রভাব ফেলবে বলেও জানায় সংস্থাটি।

এদিকে ইউনিসেফের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স; দেশটিতে ৬০ লাখ শিশু পায়নি হামের টিকা।

ব্রিটেনে পাঁচ লাখ ২৭ হাজার, নাইজেরিয়ায় চার লাখ এবং ভারতে এই সংখ্যা ৩ লাখের মতো।

যমুনা অনলাইন/ইএ

Exit mobile version