Site icon Jamuna Television

স্বামীকে আটকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা

????????????????????????

পটুয়াখালীর কলাপাড়ায় স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। নির্যাতনের শিকার নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বজনরা জানায়, কয়েকদিন আগে বরগুনা থেকে কলাপাড়ার বেতমোড় গ্রামে আত্মীয়ের বাসায় বেড়াতে আসে ঐ দম্পতি। গতরাতে দুই সহযোগীকে নিয়ে বাড়িটিতে যায় এলাকার বখাটে রফিক। তাদের বিয়ে হয়নি অভিযোগ করে চাঁদা দাবি করে বখাটেরা। এক পর্যায়ে স্বামীকে আটকে রেখে ঘরের বাইরে নিয়ে গৃহবধূকে ধর্ষণ করে রফিক। ঘটনার পরপরই স্থানীয়রা ৩ জনকে আটক করে। তবে তাদের ছাড়িয়ে নেয় প্রভাবশালীরা।

এদিকে আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত ১৫ এপ্রিল রাতে কলাপাড়ার ধুলাসার ইউনিয়নে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়।

যমুনা অনলাইন/ইএ

Exit mobile version