Site icon Jamuna Television

মিথ্যা মামলা প্রত্যাহার ও নেত্রীর মুক্তি দাবি করবো সংসদে: জাহিদুর রহমান

সংসদে দলের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও খালেদা জিয়ার মুক্তির দাবি করবো, শপথ শেষে এমনটাই বলেছেন সাংসদ জাহিদুর রহমান জাহিদ।

সাংবাদিকদের তিনি বলেন, হাজার হাজার নিরাপরাধ নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে পুলিশ, সংসদে দাঁড়িয়ে এই মিথ্যা মামলা নিয়ে প্রধানমন্ত্রীকে বলবো- পুলিশ সব মিথ্যা মামলা দিয়েছে, আপনার লোক  মামলা করেনি মামলা  পুলিশ করেছে, কাজেই এটা আপনার দেখা উচিত। গণতন্ত্রের স্বার্থে এই মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি রাখবো।

জাহিদুর রহমান আরও বলেন, গণতন্ত্রের স্বার্থে আমরা নেত্রীকে মুক্ত করে দেয়া হোক এই আহ্বানও জানাবো।

এরআগে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নেয় ঠাকুরগাঁও-৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত জাহিদুর রহমান জাহিদ। সকাল ১১টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ বাক্য পাঠ করেন তিনি।

টিবিজেড/

 

Exit mobile version