Site icon Jamuna Television

২৩ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ২৩ শর্তে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি। আজ শনিবার দুপুরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আগামীকাল রোববার সমাবেশ করবে বিএনপি। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয় থেকে অনুমোদনপত্র সংগ্রহ করেছে।

সকালে বিএনপির কেন্দ্রীয় নেতা শহিদ উদ্দীন চৌধুরী অ্যানি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন ডিএমপি কার্যালয়ে গেলে তাদের অনুমতিপত্র দেয়া হয়। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি রোববার এ সমাবেশ আয়োজন করছে। প্রতি বছর ৭ নভেম্বর তারা বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে। এ বছর নানা কারণে সমাবেশ করতে বিলম্বিত হয়েছে।

সমাবেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা রয়েছে।
Exit mobile version