Site icon Jamuna Television

কারাগারকে সংশোধনাগার হিসেবে প্রতিষ্ঠিত করতে তিন ধাপে পরিকল্পনা: আইজি প্রিজন

কারাগারকে শুধুমাত্র শাস্তি প্রদানের স্থান না করে তাকে সংশোধনাগার হিসেবে প্রতিষ্ঠিত করতে তিনটি ধাপে কর্মপরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে।

সকালে কারা অধিদপ্তরে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় এমন তথ্য দিয়েছেন আইজি প্রিজন এ কে এম মোস্তফা কামাল পাশা।

সভায় প্রারম্ভিক বক্তব্যে আইজি প্রিজন কারাগারকে আধুনিকায়নের নানাবিধ প্রকল্পের কথা উল্লেখ করেন। ২০২১, ২০৩১ ও ২০৪১ সময়সীমাকে সামনে রেখে বিভিন্ন পর্যায়ের পরিকল্পনা তুলে ধরেন তিনি। পহেলা বৈশাখ সহ বিভিন্ন উৎসবে বন্দিদের বিশেষ সুবিধা প্রদান, কারিগরি প্রশিক্ষণ, হস্তশিল্প, জুতা কারখানায় কাজের সুবিধাসহ বেশ কিছু প্রক্ল্পের সফলতা নিয়ে বর্ণনার পাশাপাশি আইজি প্রিজন কারাগারে ধারনক্ষমতার চেয়ে দ্বিগুণেরও সংখ্যক বন্দি রাখায় নানাবিধ সমস্যার কথাও তুলে ধরেন।

কারাগারে চিকিৎসকের অপ্রতুলতা কমাতে উদ্যোগ নেওয়ার কথাও জানান মোস্তফা কামাল পাশা। এসময় কারাগারের মান উন্নয়নে নানাবিধ পরামর্শ প্রদান করেন সংবাদিকরা।

যমুনা অনলাইন/ইএ

Exit mobile version