Site icon Jamuna Television

বিশ্বকাপগামী সুবিধাবঞ্চিতদের ক্রিকেটীয় সামগ্রী দিলেন তামিম

জাতীয় পুরুষ-নারী দলে কিংবা ঘরোয়া ক্রিকেটে খেলা কোনো প্লেয়ারের যখনই কোনো ক্রিকেটীয় সামগ্রীর প্রয়োজন হয়েছে, তখনই তাদের চাহিদা পূরণ করেছেন তামিম ইকবাল। নিঃস্বার্থভাবে সে রকম প্রয়োজন মেটাতে পেরে বরাবরই স্বস্তিবোধ করেন তিনি। ফের সেই কাজ করলেন ড্যাশিং ওপেনার।

তবে এবার কোনো পেশাদার ক্রিকেটার নয়। সুবিধাবঞ্চিত শিশুদের কেডস দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তামিম।

বিশ্বের ১০ দেশ নিয়ে ৩ মে থেকে ইংল্যান্ডেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ- ২০১৯’। তাতে বাংলাদেশও অংশ নিচ্ছে। দেশ থেকে অংশ নেয়া আট ক্রিকেটারকে কেডস ও কিপিং গ্লাভস উপহার দিয়েছেন তামিম।

গেল বুধবার দলের সদস্যরা হোম অব ক্রিকেট মিরপুরে আসে। তাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান তামিম। এর পর ক্যামেরাবন্দি হন। আগামী ২৮ এপ্রিল সন্ধ্যায় ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ সুবিধাবঞ্চিত শিশু দল।

গেল বছর নিজের রুম থেকে ব্যাট চুরি হয়ে যায় জাতীয় নারী দলের ক্রিকেটার রুমানা আহমেদের। বিষয়টি জানতে পেরে নিজের অনেক পছন্দের একটি ব্যাট তাকে উপহার দেন তামিম। বলা বাহুল্য, সেই ব্যাট দিয়ে ওই বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে দারুণ সব ইনিংস খেলেন রুমানা।

টিবিজেড/

Exit mobile version