Site icon Jamuna Television

ঢাবিতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন ২ নারী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে সিমেন্ট-বালু মিক্সচার গাড়ি একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশাটি উল্টে যায় এবং অল্পের জন্য প্রাণে বেঁচে যান রিকশায় থাকা দুজন নারী।

পরে ঢাবি ছাত্ররা ওই গাড়ি ভাংচুর ও চালককে মারধর করেন।

বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিক্সচার গাড়িটি বাংলা একাডেমির দিক থেকে টিএসসি হয়ে শাহবাগের দিকে যাচ্ছিল। গাড়িটি টিএসসির ডাচ-বাংলা ব্যাংকের বুথের সামনে একটি রিকশাকে ধাক্কা দেয়।

এতে রিকশাটি উল্টে যায়। দুর্ঘটনার পর রিকশায় থাকা দুজন নারী বের হতে চেষ্টা করছিলেন। কিন্তু তার আগেই গাড়িটি পালিয়ে যাওয়ার সময় আরেকটি রিকশাকে ধাক্কা দেয়।

এসময় সেখানে উপস্থিত শিক্ষার্থীরা গাড়িটি থামিয়ে সেটি ভাংচুর করেন এবং চালককে মারধর করেন। পরে পুলিশ এসে গাড়িটি রেকার দিয়ে টেনে শাহবাগ থানায় নিয়ে যায়।

নীলক্ষেত পুলিশ ফাঁড়ির এসআই সাহেব আলী জানান, ঘটনার পর রিকশার ওই দুজন যাত্রীকে খুঁজে পাওয়া যায়নি। চালক চিকিৎসা নিতে গেছেন। তিনি আসলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

টিবিজেড/

Exit mobile version