Site icon Jamuna Television

রানা প্লাজা ধসের দিনেই সেচ্ছাসেবকের আত্মহত্যা!

রানা প্লাজা ধসের দিনই পৃথিবী ছেড়ে বিদায় নিলেন ছয় বছর আগে ঘটে যাওয়া ভয়াবহ এ দুর্ঘটনায় নিবেদিতপ্রাণ এক স্বেচ্ছাসেবক।

বুধবার রাতে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন নওশাদ হাসান হিমু। তার ঘনিষ্ঠজনরা জানান গতকাল রাত ৯টায় নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন হিমু।

আগুন দেয়ার পর দ্রুতই তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

তবে তার ঘনিষ্ঠজনরা বলছেন, অতিরিক্ত ট্রমা থেকেই আত্মহত্যা করতে পারে হিমু। অনেকে আবার তার ব্যক্তিগত জীবনে হতাশার কথাও জানান।

যমুনা অনলাইন/ইএ

Exit mobile version