Site icon Jamuna Television

বাগেরহাটে ধর্ষণ করে প্রেমিকাকে অন্ত:স্বত্বা; প্রেমিক গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পল্লীতে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে ধর্ষণ করে অন্ত:স্বত্বা করার অভিযোগে জুয়েল শেখ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে গ্রেফতারকৃত জুয়েল বারইখালী গ্রামের বাদশা শেখের ছেলে। ধর্ষক জুয়েলকে পুলিশ আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান, জুয়েল শেখ গুয়াবাড়িয়া গ্রামের বিধবা এক নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের কথ বলে এক বছরের অধিক সময় ধরে দৈহিক সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে অন্ত:স্বত্বা হয়ে পড়া ওই নারী জুয়েলকে চাপ দিলে সে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।

বুধবার দিবাগত রাতে ওই নারী প্রেমিক জুয়েলকে আসামী করে মোরেরগঞ্জ থানায় মামলা দায়ের করে।

বৃহস্পতিবার ভোরে জুয়েলকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন। একই দিন নারীকে স্বাস্থ্য পরীক্ষা বাগেরহাট সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে।

যমুনা অনলাইন/ইএ

Exit mobile version