Site icon Jamuna Television

হবিগঞ্জে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ; বৃদ্ধ আটক

হবিগঞ্জের লাখাইয়ে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নির্যাতনের শিকার ঐ ছাত্রীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বজনরা জানায়, গতকাল সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মেয়েটিকে ধর্ষণ করে জুড়া মিয়া। ঘটনার পরপরই তাকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা।

পরে কয়েকজন প্রভাবশালী জুড়া মিয়াকে ছাড়িয়ে নিয়ে যান। খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। নির্যাতিত মেয়েটিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি।

Exit mobile version