Site icon Jamuna Television

আবারও হোঁচট খেলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ

আবারও হোঁচট খেলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। গেতাফের সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারিয়েছে জিনেদিন জিদান শিষ্যরা।
আর ড্র করাতে ৩৪ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে এখন রিয়াল।

এই নিয়ে শেষ তিন লিগ ম্যাচের দু’টিতেই ড্র করলো গ্যালাক্টিকোরা। আর এতে করে পয়েন্ট টেবিলে আরও পিছিয়ে গেলো স্প্যানিশ জায়ান্টরা।

বিপরীতে ঘরের মাঠের এই ড্র’য়ে টেবিলের চতুর্থ স্থান অনেকটাই সুসংহত করলো গেতাফে। অথচ ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের। কিন্তু ফর্মে থাকা করিম বেনজেমার দুর্বল ফিনিশিংয়ে লিড নেয়া হয়নি দলটির।

প্রথমার্ধের শেষ দিকে দুর্বল শটে আবারও হতাশ করেন বেনজেমা। শেষ দিকে দারুন দু’টি সেভে দলকে রক্ষা করেন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক কেইলর নাভাস।

এই ড্র’য়ে ৩৪ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রিয়াল। আর সমান ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে গেতাফে।

Exit mobile version